ভারত-চীন সীমান্তে উত্তেজনা, সীমান্তে ভারতের গোলাবারুদ-রসদ সরবরাহ 

প্রকাশিত: 16/09/2020

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-চীন সীমান্তে উত্তেজনা, সীমান্তে ভারতের গোলাবারুদ-রসদ সরবরাহ 

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে তীব্র শীতের হাত থেকে সেনাদের রক্ষায় হিমালয়ে বিরোধপূর্ণ চীনা সীমান্ত এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর পুরো পরিবহন নেটওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে, তিব্বতের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে কয়েক বছরের মধ্যে ভারতের অন্যতম বৃহত্তম সামরিক রসদ- প্রচুর পরিমাণে গোলাবারুদ, সরঞ্জাম, জ্বালানী, শীতের সরবরাহ এবং খাদ্য পাঠানো হয়েছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে রয়টার্স।

চীনা সীমান্ত ঘেঁষা তুষার আবৃত লাদাখে গত মে এবং জুনে ঘটে যাওয়া হাতাহাতি যুদ্ধের পরপরই ভারতকে এমন পদক্ষেপ নিতে দেখা গেল। 

উল্লেখ্য, যদিও উভয় দেশই এই সংঘাতের সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোন পক্ষই এখন পর্যন্ত পিছপা হয়নি।

আরও পড়ুন

×