প্রকাশিত: 16/09/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১২ প্রজাতির শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়েজিত বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ। শেষে উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে শাক ও সবজির বীজ প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, খরিপ-২ মৌসুমে উপজেলার প্রতি ইউনিয়নের ১০ জন করে ৭টি ইউনিয়নের ৭০ জন প্রান্তির কৃষকের মাঝে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রতি কৃষককে লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, মুলা ১০০ গ্রাম, শষা ৩ গ্রাম, লাউ ৩ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিমের বীজ ৫০ গ্রাম প্রদান করা হয়েছে।