দেশে গত ৮ মাসে ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার

প্রকাশিত: 28/09/2020

নিজস্ব প্রতিবেদন :

দেশে গত ৮ মাসে ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার

দেশে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন আরও ৪১ জন। ‍সেই হিসাবে প্রতিমাসে গড়ে ১১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। 

এ তথ্য জানিয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক)। সম্প্রতি তাদের দেয়া এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

২০১৯ সালে দেশে ১ হাজার ৪১৩ জন নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৭৬ জন। এছাড়া ২০১৮ সালে ৭৩২ জন এবং ২০১৭ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৮১৮ নারী।

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ঘটনার বিচার হয় না, অপরাধীরা পার পেয়ে যায়। মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ছে। এর পাশাপাশি মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক প্রভাব, নৈতিকতা ও সামাজিক অবক্ষয়ও এর জন্য দায়ী। 

আসকের আইনি সহায়তাকারী এডভোকেট মাকসুদা আক্তার লাইলী জানান, ধর্ষণের ক্ষেত্রে বিচার হয় না। আর বিচার না হলে এমন ঘটনা বাড়বেই। আইনে আছে ১৮০ দিনের মধ্যে বিচার হতে হবে। কিন্তু বাস্তবে বিচার হতে ৮ থেকে ১০ বছর লেগে যায়। এর সঙ্গে যোগ হয়েছে বিচারকার্যে রাজনৈতিক প্রভাবও। সব মিলিয়ে বিচারহীনতার কারণে বেড়েই চলছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আরও পড়ুন

×