কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফা আক্তার (২) নামে এক কন্যা শিশু মারা যায় ।আজ বৃহস্পতিবার দুপুর দু'টায় উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের নুর আলমের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাইফা চর জগবন্ধু গ্রামের কামাল হোসেনের কন্যা।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়ির পুকুরে পড়ে ডুবে নিখোঁজ হয়।বাড়ির পার্শ্বে মেঘনা নদীর জোয়ারের পানি বেড়ে গিয়ে পুকুরটি ভেসে যায়।অসতর্কতা বশত শিশুটি ওই পুকুরে পতিত হয়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন।

সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×