প্রকাশিত: 12/03/2021
স্ত্রী নির্যাতনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থানে আছে বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও)। সেখানে বলা হয়েছে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৫০ শতাংশই জিবনে কখনও বা কখনও সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের ১৬১ টি দেশে নারীদের উপর তথ্য সংগ্রহ করে এই তথ্য নিশ্চিত করেছেন এই সংস্থাটি। ৫৩ শতাংশ নারী নির্যাতনের শিকার হচ্ছে প্রশান্ত মহাসাগরের কিরিবাতিতে, স্ত্রী অথবা সঙ্গীর দ্বারা সেদেশে ৫৩% নারী নির্যাতনের শিকার হচ্ছেন যা বিশ্বে ১ম স্থানে। ২য় স্থানে আছে ফিজি (৫২%), ৩য় স্থানে আছে নিউগিনি (৫১%), ৬ষ্ট স্থানে আফগানিস্তান।