লক্ষ্মীপুরে ছাত্র ও যুব অধিকার পরিষদ কর্তৃক ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

লক্ষ্মীপুরে ছাত্র ও যুব অধিকার পরিষদ কর্তৃক ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

দেশব্যাপী নারী নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ (৭ অক্টোবর ২০২০) দুপুর ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ছাত্র জনতা সম্মিলিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সকল প্রতিবাদী জনতা উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ।উক্ত বিক্ষোভ ও মানববন্ধন উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর নোয়াখালী জেলা আহ্বায়ক আব্দুর জাহের। তিনি বলেন, যতদিন এই নিম্নমানের আইন দেশে অব্যাহত থাকবে ততদিন ধর্ষণের সুষ্ঠু বিচার করা সম্ভব হবে না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমলনগর উপজেলা সমন্বয়ক মোঃ ইউসুফ হোসাইন বলেন, দিনদিন দেশ থেকে আইনের শাসন হারিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,যতদিন দেশে সুশাসন প্রতিষ্ঠা না হবে ততদিন দেশে ধর্ষণ, খুন-গুম এগুলো বন্ধ হবে না। পাশাপাশি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় নেতাদের হয়রানির করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক শাহেদ সরোয়ার, চন্দ্রগঞ্জ থানা সমন্বয়ক সাইফুল ইসলাম, রামগঞ্জ উপজেলা সমন্বয়ক আল আমিন পাটোয়ারী, রায়পুর উপজেলা সমন্বয়ক সালাউদ্দিন রিপন ও কমলনগর উপজেলা সমন্বয়ক মোঃ ইউছুফ হোসাইন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রায়পুর উপজেলা সমন্বয়ক মামুন গাজী, রামগতি উপজেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজুর রহমান রাসেল, কমলনগর উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভ ও মানববন্ধনে সবারই মতামত ছিল, যেন সরকার অতি তাড়াতাড়ি একটা কঠোর আইন প্রণয়নের মাধ্যমে এই ধর্ষণ কে নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন

×