ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড: সংসদে বিল পাস

প্রকাশিত: 17/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড: সংসদে বিল পাস

আজ মঙ্গলবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান এবং ’ধর্ষিতা’ শব্দটির পরিবর্তে ‘ধর্ষণের শিকার’ শব্দ পরিবর্তন করা হয়েছে। ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০০০’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কন্ঠভোটে পাস হয়।

গত ৮ নভেম্বরে বিলটি সংসদের উথ্লাপন করলে তা যাচাই-বাচাই করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। গত সোমবার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি সংসদে উল্থাপন করলে তা কন্ঠভোটে পাশ হয়।

উক্ত বিলে অপরাধের শিকার ব্যক্তির পাশাপাশি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও মেডিকেল পরীক্ষা করার বিষয়টি সংযুক্ত করা হয়। এছাড়া ৩২ ধারার সাথে ৩২(ক) শিরোনামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×