ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: 06/10/2020

অনলাইন ডেস্ক:

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের বাধা

ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় ধস্তাধস্তিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’-এই ব্যানারে মিছিল বের হয়। পরে মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা করে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিল। এর প্রতিবাদে ঘটনাস্থলে বসে পড়েন বিক্ষোভকারীরা।

এসময় ‘ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই,’ ‘যে রাষ্ট্র ধর্ষণ পোষে, সেই রাষ্ট্র চাই না’, ‘আমার বোনকে ধর্ষণ কেন, প্রশাসন জবাব চাই’, ‘ধর্ষকের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা।

প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে মিছিলকারীরা আবার শাহবাগে চলে যান।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বলেন, আমাদের মিছিল থেকে কোনো উসকানি দেওয়া হয়নি। সারাদেশে যে ধর্ষণ চলছে আমরা তার প্রতিবাদ করছিলাম। কিন্তু পুলিশ বাহিনী আমাদের আটকে দিয়েছে।

মিছিলে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী, প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।

আরও পড়ুন

×