ডোনাল্ড ট্রাম্প ১০ বছর আয়কর দেননি

প্রকাশিত: 28/09/2020

অনলাইন ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প ১০ বছর আয়কর দেননি

বছরের পর বছর আয়কর পরিশোধ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ বছরের মধ্যে ১০ বছরই আয়কর দেননি ট্রাম্প। প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানোর ২০১৬ সালে এবং নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম বছর ২০১৭ সাল মিলিয়ে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প ও তার কোম্পানিগুলোর দুই দশকের বেশি সময়ের আয়করের রেকর্ড তাদের হাতে এসেছে।

তা খতিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কোনো কর দেননি। তিনি নিজের কোম্পানিগুলোর লোকসান দেখিয়ে বছরের পর বছর আয়কর এড়িয়েছেন।

কর ফাঁকি দেয়ার জন্য ৪৭ মিলিয়ন ডলারের বেশি লোকসান দেখিয়েছেন ট্রাম্প। তার পরিবারের দাবি, সে সময় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে দুটি গলফ রিসোর্ট এবং হোটেল ব্যবসায় ধস নেমেছিলো।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার কর ফাঁকি দেওয়ার খবরকে 'ভুয়া' উল্লেখ করেছেন। মার্কিন এই প্রেসিডেন্টের অভিযোগ, সামনে নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন

×