বাহারছড়া চোরের হামলায় কলেজ শিক্ষার্থীসহ আহত-৪

প্রকাশিত: 28/09/2020

মিসবা উল্লাহ

বাহারছড়া চোরের হামলায় কলেজ শিক্ষার্থীসহ আহত-৪

টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী সুপারি চোরের ঘটনা দেখে চিল্লালে পেশাগত চোরের সংঘবদ্ধ হামলায় কলেজ শিক্ষার্থীসহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে। 

জানা যায়,রবিবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যাবেলা স্থানীয় বাহারছড়া উত্তর শিলখালী স্থানীয় মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেনের সুপারি বাগানে

চুরি করার জন্য গাছে উঠতে দেখতে পেয়ে চোর চোর বলে চিল্লালে গাছ থেকে নেমে গিয়ে একই এলাকার পেশাগত চোর ভাগনের পুত্র মোহাম্মদ আজিজ ও সেলিম দা ও রদ দিয়ে বাগানের মালিকদের হামলা করে বৃদ্ধা মহিলা ও কলেজ শিক্ষার্থীসহ একই পরিবারের চার জনকে রক্তাক্ত করে। আহতদের মধ্যে রয়েছে মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন(৬৪) ও তার স্ত্রী মোরশেদা বেগম(৪৮) এবং মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল কারিম(৩০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন(২৫)

আহতদের উদ্ধার করে পরিবারের সদস্যরা শামলাপুর বেসরকারি এনজিও সংস্থা আইআরসি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবার। 

আহত কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী আবদুল মজিদ জানান,"তারা এলাকায় পেশাগত চোর,এর আগেও আমার বাড়ি থেকে ৪ টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করেছিল,তারা বিভিন্ন সময় এলাকায় চুরি করে আজ সচক্ষে দেখে ফেলায় দু-তিন ভাই একসাথে এসে সংঘবদ্ধভাবে আমাদের হামলা করে রক্তাক্ত করেছে"। 

এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল

ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।এবিষয়ে ভুক্তভোগীদের মৌখিক অভিযোগ পেয়েছে বলে জানান তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ।অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি"।

আরও পড়ুন

×