‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব কাশ্মীর’ সাবেক বৃটিশ এমপি’দের নিয়ে গঠিত

প্রকাশিত: 28/09/2020

অনলাইন ডেস্ক:

‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব কাশ্মীর’ সাবেক বৃটিশ এমপি’দের নিয়ে গঠিত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুক্তরাজ্য ভিত্তিক সমর্থকদের সংগঠন ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি-‘ওএফ বিজেপি’র সভাপতি কুলদীপ শেখাওয়াত বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টের রক্ষণশীল দলীয় কিছুসংখ্যক সদস্য ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব কাশ্মীর’ নামে যে গ্রুপ গঠন করেছেন তার উদ্দেশ্য হচ্ছে, পাকিস্তানি কুকাজের সমর্থন করা।

রক্ষণশীল দলের দুই নেতা অ্যামান্ডা মিলিং ও বেনজামিন এলিয়টকে লেখা এক চিঠিতে শেখাওয়াত এই অভিযোগ করেন। 

চিঠিতে বলা হয়, গ্রুপটি গঠনের সংবাদে যুক্তরাজ্য প্রবাসী ভারতীয় কমিউনিটি খুবই অসন্তুষ্ট। জম্মু ও কাশ্মীরে পাকিস্তান যেসব জঘন্য কাজ করছে এবং করবে, সেগুলোতে মদদ দেওয়ার মতলবেই গ্রুপটির আত্মপ্রকাশ।

কুলদীপ বলেন, বিগত পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টি যে লেবার পার্টির বিরুদ্ধে বিপুল বিজয় পেল তার পেছনে ছিল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশদের অকুণ্ঠ সমর্থন। সেই অবদান ভুলে পার্টির লোকরা ভারতবিরোধী অপতৎপরতায় মদদ দেবে, এটা অকল্পনীয়! চিঠিতে অবিলম্বে ‘কনজারভেটিভ ফ্রেন্ডস’ গ্রুপ বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

×