বাহারছড়া ২ নং ওয়ার্ডের মানুষের সেবা করতে মেম্বার পদপ্রার্থী হতে চায় শরিফ 

প্রকাশিত: 29/09/2020

মেসবাহ উল্লাহ

বাহারছড়া ২ নং ওয়ার্ডের মানুষের সেবা করতে মেম্বার পদপ্রার্থী হতে চায় শরিফ 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালে টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের শামলাপুর পুরান পাড়া ২নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকায় তরুণদের মধ্যে আলোচনার শীর্ষে অবস্থান করছেন দলের নিবেদিত প্রাণ ওয়ার্ড যুবলীগের সফল সভাপতি স্থানীয় মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ শরিফ। একজন ভাল মানুষ হিসেবে যতো গুলো গুনাবলি থাকা দরকার তার সবকিছুই রয়েছে মোঃ শরিফের মাঝে। 

টেকনাফ উপজেলার মধ্যে ৫নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্থান।এখানে স্বচ্ছ এবং ভাল মানুষের নেতৃত্ব থাকা আবশ্যক।তাছাড়া এই ওয়ার্ডের আশেপাশে রয়েছে রোহিঙ্গাদের অবস্থান তাই মাদক ও সন্ত্রাস নির্মূলে একজন ওয়ার্ড প্রতিনিধি বা মেম্বারের

ক্ষেত্রে দক্ষ যোগ্য প্রার্থীর প্রয়োজন রয়েছে তা তরুণ  নেতা হিসেবে তার মধ্যে বিদ্যমান। সাম্প্রতিক সময়ে  যেভাবে ইয়াবা কারবারি বেড়ে চলছে তার লাগাম  অন্তত বাহার ছড়া ২নং ওয়ার্ডে টেনে ধরতে শরিফের বিকল্প নেই। সুতরাং এলাকার সাধারণ মানুষের বিনা স্বার্থে সেবা করতে রাস্তা ঘাটের উন্নয়নে যোগ্যতা রাখেন তিনি।

তাছাড়া বাহার ছড়া ইউনিয়ন যুবলীগের একজন নিবেদিত প্রাণ হিসাবে দলের স্বার্থে যুবলীগ যখন যে কর্মসূচী দিয়েছে তা শতভাগ পালন করেছেন বলে জানান মোহাম্মদ শরিফ।মেম্বার নির্বাচিত হলে পুরান পাড়া ২ নং ওয়ার্ডের সকলস্তরের মানুষের শতভাগ সেবা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদী তিনি।তাই অত্র এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

আরও পড়ুন

×