প্রকাশিত: 30/09/2020
যশোরের শার্শায় লেখাপড়ার সুবিধার্থে নদী পারাপারের জন্য আবু ত্বলহা সুমন (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে একটি নৌকা উপহার দেওয়া হয়েছে।
শার্শার উদ্ভাবক মিজানুর রহমান মিজানের উদ্যোগে ও ৪নং গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ও নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের আর্থিক সহায়তায় আজ বুধবার (৩০শে সেপ্টেম্বর) সকালে বেড়ি নারায়নপুর গ্রামের শার্শা হাফিজিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র সুমনকে বেতনা নদী পারাপারের জন্য এই নৌকাটি তাকে দেওয়া হয়।
সুমনের বাবা হাসানুজ্জামান বলেন, ছেলের লেখাপড়ার সুবিধার্থে নৌকাটি ভিশন উপকারে আসবে। সে এখন থেকে নিয়মিত মাদ্রাসায় যেতে পারবে।
সুমন বলেন, নদী পার হয়ে মাদ্রাসায় যেতে অনেক কষ্ট পোহাতে হতো। কলাগাছের ভেলা তৈরি করে যাতায়াত করতাম। দেখা যেত অনেক সময় নদীতে পড়ে গিয়ে বই খাতা ভিজে যেত। তাই অনেক সময় ঠিকমত মাদ্রাসায়ও যেতে পারতাম না।
তিনি আরো বলেন,নৌকাটি পেয়ে তিনি এর সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।