প্রকাশিত: 04/10/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার ফুলবাড়ী পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের পৃথক উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় পৌরএলাকার ঢাকামোড়স্থ অস্থায়ী টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ ফরহাদ বাবু, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, হেলথ ভিজিটর লায়লা পারভীন, টিকাদানকারী মেহেদী হাসান, টিকা সহকারী খায়রুল আলম, মো. হারুন।
এদিকে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. মোছা. নাদিয়া আলম। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. নূর-ই-আলম খুশরোজ আহমেদ, মেডিকেল অফিসার ডা. সাজেদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী শহিনা আক্তার, পুষ্টিবিদ তামান্না আক্তার প্রমুখ।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. মোছা. নাদিয়া আলম বলেন, ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্র এবং উপজেলার ৭ টি ইউনিয়নের ২১ টি ওয়ার্ডে ১৬৮ টি টিকাদান কেন্দ্রে ১-৫ মাস বয়সী ১২ হাজার শিশুকে ও ৬-১১ মাস বয়সী প্রায় ১ হাজার ৪৫০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।