প্রকাশিত: 05/10/2020
মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১ হাজার ১৬ টি তালের বীজ রোপন করা হবে।
সকাল ১১টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অ¤্রবাড়ী গ্রামে আয়োজিত তালের বীজ রোপন কর্মসূচীতে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহামুদুল আলম। এতে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম, সমবায় কর্মকর্তা হাফিজুর ইসলাম প্রমুখ। শেষে রাস্তার দুপার্শ্বে আনুষ্ঠানিকভাবে তালের বীজ রোপন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে বজ্রপাত রোধে সরকারিভাবে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় একযোগে তালের বীজ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা ৭টি ইউনিয়নে মোট ১ হাজার ১৬টি তালের বীজ রোপন করা হবে।