প্রকাশিত: 06/10/2020
জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ “শিক্ষক সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনঃনির্মাণ” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষক দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় শিক্ষক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫-অক্টোবর) দিনব্যাপী ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ অডিটোরিয়াম হল রুমে রংপুর অন-লাইন স্কুলের বিশেষ আয়োজনে রংপুর অন-লাইন স্কুল টিম লিডার a2i ICT4E শিক্ষক এ্যাম্বাসেডর ও সৈয়দপুর মহিলা কলেজ প্রভাষক লোকমান হাকিম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ অধ্যক্ষ হাসিম হায়দার অপু, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপার এ্যাডমিন রংপুর অন-লাইন স্কুল ও টিম লিডার a2i ICT4E শিক্ষক এ্যাম্বাসেডর ও কে.ইউ.পি স্কুল কালিগঞ্জ লালমনির হাটের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুরর বিভাগের অন-লাইন স্কুলের আট জেলার শিক্ষকগণ। সবশেষে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।