ইসরাইলের সব স্থানে আমরা হামলা চালাতে সক্ষম: ফিলিস্তিনি নেতা জিয়দা

প্রকাশিত: 07/10/2020

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের সব স্থানে আমরা হামলা চালাতে সক্ষম: ফিলিস্তিনি নেতা জিয়দা

ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকারী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, তারা দখলদার ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম।

সংগঠনের মহাসচিব জিয়দা আল নাখালা মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া বক্তৃতায় এ কথা বলেন। খবর পার্সটুডের

তিনি জানান, ইসরাইলের রাজধানী তেলআবিবসহ যে কোনো অংশে তার সংগঠনের যোদ্ধারা রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যখন প্রয়োজন হবে জিহাদ আন্দোলন তখনই হামলা চালাতে পারে বলে তিনি উল্লেখ করেন।

২০০০ সালের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় তিন দফা আগ্রাসন চালিয়েছে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাশাপাশি জিহাদ আন্দোলন ইসরাইলের বিরুদ্ধে লড়াই করেছে।

এ ছাড়া প্রতিদিন ইসরাইল যে আগ্রাসন চালায় তা থেকে ফিলিস্তিনিদের রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইসলামী জিহাদ।

নাখালা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডের সব জায়গায় লড়াই-সংগ্রাম করা তাদের সংগঠনের বৈশিষ্ট্য হয়ে গেছে।

জিয়াদ আল নাখালা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের যে সংগঠন দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই করবে, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে জিহাদ আন্দোলন।

আরও পড়ুন

×