মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে চীন-রাশিয়াসহ বিশ্বের ২৬টি দেশ

প্রকাশিত: 07/10/2020

অনলাইন ডেস্ক:

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে চীন-রাশিয়াসহ বিশ্বের ২৬টি দেশ

বিশ্বের অনেক দেশের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পশ্চিমাদের কথা মতো না চললেই অমানবিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ।

নিজ স্বার্থে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বের অন্য দেশগুলোকেও মানতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের অমানবিক প্রবণতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানিয়েছে চীন, রাশিয়া, ইরান, ইরাকসহ বিশ্বের ২৬ দেশ।

গত সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বৈঠকে এ সংক্রান্ত যৌথ বিবৃতি পেশ করেছে তারা।

বিবৃতি বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো এই পথ অবলম্বনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে এবং করোনাভাইরাস মহামারি মোকাবিলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তাদের মতে, বিভিন্ন দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানির পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে নিষেধাজ্ঞার সম্মুখীন দেশগুলোতে করোনা মোকাবিলা কঠিন হয়ে পড়েছে।

২৬ দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস গোটা বিশ্ব, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে মারাত্মক প্রভাব ফেলছে। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশগুলো।

আরও পড়ুন

×