প্রকাশিত: 08/10/2020
কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতের গুলিতে জনপ্রিয় শিশু শিল্পী জনি দে রাজ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪জন যাত্রী। বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত জনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বরাজঘাট এলাকার তপন দে’র ছেলে। পেশায় কন্ঠশিল্পী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় ইউপি চেয়ারম্যান ভুট্টো ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, সদরের ঈদগাঁও বাস স্টেশন থেকে ঈদগড় বাড়ীতে আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাতির শিকার হন। এসময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছে। অন্য ৪ যাত্রীকেও আহত করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মনির উল গীয়াস বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ওই স্থানে ডাকাত ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ঈদগাঁও-ঈদগড় সড়কে গত কয়েক সপ্তাহ ধরে দুষ্কৃতকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরআগে টেকনাফের দুইজন পানের আগা ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছিল। পুলিশী টহলে ভাটা পড়ায় আতংকে রয়েছে পথচারী ও যাত্রীরা।