চীনের ভাবনা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নতুন ফোরাম গঠন

প্রকাশিত: 11/10/2020

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের ভাবনা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নতুন ফোরাম গঠন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন ফোরাম গঠনের ডাক দিয়েছে চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের পর শনিবার এমনটি জানান চীনের পরররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
 
জানা গেছে, বৈঠকে যুক্তরাষ্ট্র যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সে ব্যাপারেও ইরান ও চীন দু'পক্ষই নিজেদের বিরোধিতার কথা জানিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করা এবং ২৫ বছর মেয়াদী চুক্তির বিষয় নিয়েও একমত হয়েছে তেহরান ও বেইজিং।

মধ্যপ্রাচ্য পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুদেশ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। এছাড়া ২০১৫ সালের পরমাণু সমঝোতা এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন তৈরি ক্ষেত্রে সহযোগিতা নিয়েও ঐকমত্য হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শনিবার চীনের রাজধানী বেইজিং পৌঁছান। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন।

আরও পড়ুন

×