প্রকাশিত: 11/10/2020
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হন, এটি. এম জাফর। শহীদ এটি. এম জাফর হলেন, কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার কৃতি সন্তান। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশ উপহার পেলাম।
আজ ৪৯ বছর পরে, তাদের সম্মানের পরিবর্তে কটুক্তি করতেছে। আমরা সহজে বলতে পারি তারা দেশ প্রেমিক লোক হতে পারে না।
বরং তাদেরকে দেশদ্রোহী হিসাবে গণ্য করা যায়।
এই নিয়ে আজ বিকালে উখিয়া উপজেলার, মরিচ্যা বাজার স্টেশনে বিশাল মানববন্ধন হয়।
উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন, হলদিয়া পালং উইনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাহ আলম, ও হলদিয়া পালং উইনিয়নের ১নং ওয়ার্ডের সাভাপতি, নজির আহম্মদ। এবং আওয়ামীলীগ নেতা বাবুল। ও ছাত্রলীগ, শ্রমীগলীগ, যুবলীগ, জনপ্রতিনিথি-সহ উখিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
এই সময় বক্তরা বলেন, "যারা আমাদের জন্য দিয়ে গেছে তাজা প্রাণ, আমরা সারা জীবন করে যাবো তাদের প্রতি সম্মান"। বক্তারা আরো বলেন, কোন মুক্তিযুদ্ধা এবং শহীদের নিয়ে কটুক্তি করলে, আমরা সর্বস্তরের জনসাধারণ, প্রতিবাত করে যাবো। আমরা তাদের প্রতি আক্রমণ করতে দ্বিধাভূত করবো না। যে ভাবে আমরা রাজাকারদের মৃত্যুদন্ড দিয়েছি, তাদের ও একই হাল হবে। বক্তরা তাদের প্রতি নিন্দা জানিয়ে তাদের বক্তব্যের সমাপ্তি ঘোষণা করেন।