উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে গভীর উদ্বিগ্ন ট্রাম্প!

প্রকাশিত: 12/10/2020

আন্তর্জাতিক ডেস্ক:

 উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে গভীর উদ্বিগ্ন ট্রাম্প!

সম্প্রতি বিশাল আকৃতির এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। এর নাম হাওয়াসং-১৫। এটি বিশ্বের সর্ব বৃহৎ মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পর চরম হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বেশ ক্ষুব্ধও হয়েছেন তিনি।

যে কারণে উদ্বিগ্ন ট্রাম্প?
জানা গেছে,বিশাল আকৃতির এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু বহনে সক্ষম। এটি লিকুইড ফুয়েল মিসাইল হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র। এতে একাধিক ওয়ারহেড বহন করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র অতীতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রদর্শিত যেকোনও ক্ষেপণাস্ত্রের চেয়ে আকারে বড়।

সেই সঙ্গে এই মিসাইল লঞ্চার থেকেই আণবিক অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি যেকোনও জায়গা থেকে উৎক্ষেপণ করা যাবে। 

শুধু তা-ই নয়, এত বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিশ্বে আর কোনও দেশের নেই। আর এটি দ্বারা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের যেকোনও শহরে আঘাত হানতে এবং লক্ষ্য লক্ষ্য মানুষ হত্যা করতে সক্ষম।  সূত্র:দ্য ইউএস সান, এক্সপ্রেস ইউকে

আরও পড়ুন

×