বিশ্বনাথে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

প্রকাশিত: 10/10/2019

 বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বিশ্বনাথ উপজেলার ২৬টি (সার্বজনীন ২১টি ও ব্যক্তিগত ৫টি) মন্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনস্থ বাসিয়া নদীতে জানাইয়া, নতুন বাজার ও পুরাণ বাজার পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কার্যক্রমের শুরু হয়। এরপর একে একে উপজেলায় অনুষ্ঠিত সবকটি মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। প্রতিমা বিজর্সনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশী কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, সদর সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সভাপতি সুব্রত দে বাপ্পী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, রোহেল উদ্দিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় প্রশাসন, এলাকার সাবেক-বর্তমান জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সর্বস্তরের উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, প্রতিমা বির্সজনের মধ্য দিয়েই বিশ্বনাথে উপজেলার ২৬টি মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভ বিজয়ের শুভেচ্ছা জানান তিনি।
 

আরও পড়ুন

×