প্রকাশিত: 13/10/2020
হুমলা জেলার নামখা এলাকায় সীমান্ত খুঁটি যাচাই করছিল নেপালি পরিদর্শক দল। এমন সময় তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ল চীনের সীমান্তরক্ষীরা। ঘটনাকে কেন্দ্র করে চীন-নেপাল সীমান্তে উত্তেজনা চলছে।
নামখায় চীনের কিছু জায়গা নেপাল জবরদখল করে রেখেছে বলে অভিযোগ করে আসছিল। এর জবাবে ১০ অক্টোবর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের অভিযোগ ভিত্তিহীন।
‘অভিযোগ ভিত্তিহীন’ বলার পর কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাটি ঘটেছে। নামখা পৌরসভার ভাইস চেয়ারম্যান পেনা লামা বলেন, পরিদর্শক দলটির সঙ্গ দিচ্ছিলেন তিনি। দলের সদস্যরা সীমান্ত খুঁটি যথাযথ জায়গায় আছে কিনা দেখছিলেন, ঠিক তখনই নিক্ষিপ্ত হতে থাকে কাঁদানে গ্যাসের শেল।
‘খবরহাব’ নামক নেপালি পত্রিকা জানায়, পরিদর্শক দলটি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পিলার দেখে ফিরছিল, তখন অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশের ঘটনাটি চীনা রক্ষীরা ঘটিয়েছে।পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন নেপালি কংগ্রেস নেতা জীবন বাহাদুর শাহি। কাঁদানে গ্যাসের কারণে পেনা লামার চোখ সামান্য জখম হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সীমান্ত এলাকায় নেপালি জমিতে চীন দালানকোঠা তুলেছে মর্মে স্থানীয়রা যে অভিযোগ তুলেছেন তার সত্যতা পাওয়া যায়নি। ওসব দালানকোঠা চীন নিজের জমিতেই নির্মাণ করেছে।