ইরান সীমান্তে ড্রোন ভূপাতিত, তদন্ত চলছে

প্রকাশিত: 13/10/2020

আন্তর্জাতিক নিউজ:

ইরান সীমান্তে ড্রোন ভূপাতিত, তদন্ত চলছে

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা পার্সাবাদমাগানে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আর্দেবিল প্রদেশের উপ-গভর্নর বেহরুজ নেদায়ি বলেছেন, ভূপাতিত ড্রোনটির মালিক কে এবং কীভাবে সেটি ভূপাতিত হয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।

তিনি আরও বলেছেন, ড্রোনটি গ্রামের কৃষিক্ষেত্রে পড়েছে এবং এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের আর্দেবিল প্রদেশের পার্সাবাদমাগান জেলাটি প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। ওই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও তাদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

×