প্রকাশিত: 14/10/2020
লক্ষীপুরের কমলনগরে ইলিশ মাছ পরিবহনের অভিযোগে মো. মানছুর নামে এক যুবককে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দিবাগত রাত ৩টার উপজেলার লুধূয়া মাছঘট এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ জরিমানা করেন। মানছুর উপজেলার চরকাদিরা এলাকার আবুল খায়েরের ছেলে।
জানা যায়, রাত ৩টার দিকে লুধুয়া মাছঘাট এলাকা থেকে মানছুর সরকারের নিষেধাজ্ঞা আমান্য করে মাছ নিয়ে যাচ্ছিলেন । তাৎক্ষনিক তাকে মাছসহ আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারে নির্দেশনা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত: ভরা প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় সরকার ১৪অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সমায় নদীতে মাছ ধরা, পরিবহন বিক্রি, বাজারজাতসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করা হয়ছে। কেউ আইন আমান্য করলে জেল-জরিমানাসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।