প্রকাশিত: 15/10/2020
কক্সবাজারের রামু উপজেলার অন্তর্গত জোয়ারিয়ানালা থেকে নন্দা খালী গ্রামে আসার একটি মাত্র রাস্তা এবং বিকল্প কোন রাস্তা নেই।সুতরাং এই রাস্তার কাজ শুরু হয় প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল। এতদিন বর্ষাকালের বৃষ্টির কারণে এই রাস্তার কাজ বন্ধ ছিল।সুতরাং রাস্তার কাজ বন্ধ থাকার কারণে এই রাস্তার উপরে অনেক পলিথিন ও ময়লা আবর্জনা এবং কাদা মাটি জড়িয়ে আছে। যার কারণে রাস্তায় কাজ করা সম্পূর্ণও অনুপোযোগী হয়ে পড়েছে।
সুতরাং এর মধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে। এভাবে রাস্তা তৈরি করলে এক মাস থেকে দেড় মাসও টিকবে না। এমন মন্তব্য করছেন পথচারী এবং অনিয়মের কাজ করতে দেখা যাচ্ছে। তাছাড়া রাস্তার কর্মীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন আমাদের উপরের দায়িত্ববান অফিসের যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক সেইভাবেই কাজ করতে হবে। আমাদের কিছু করার নেই। এভাবেই জবাব দিলেন কর্মীরা যারা রাস্তার কাজ করতেছেন।
এই বিষয়ই স্থানীয় নেতৃবৃন্দ নাকি কোন খোঁজখবর রাখেনা। তাদের মোবাইলে কল দিলেও নাকি রিসিভ করেননা। কি করবে নন্দাখালী সাধারন জনগন? কোন উপায় না পেয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে। সুতরাং আপনি এসে এই রাস্তার কাজটুকু সঠিক ভাবে কাজ চলতেছে একটু দেখে যাবেন ।
সুতরাং আমরা নন্দাখালী বাসী যেহেতু এতদিন কষ্ট করেছি সামনে আরো কষ্ট করার জন্য প্রস্তুত আছি। আমাদের নন্দাখালী রাস্তার কাজ যেন সঠিক ভাবে হয় এটাই আশা করি। আমাদের নন্দাখালী তিন কিলোমিটার রাস্তার দুই পাশে ভাঙ্গন শুরু হয়েছে তাছাড়া রাস্তার মাঝখানে বড় বড় গর্ত দেখা যায়। তাই অসম্পূর্ণ রাস্তার কাজ পরিদর্শন করা অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। সুতরাং এতদিন পরে আবার শুরু হলো যেহেতু পিচ ঢালাই কাজ এখন চলমান রয়েছে, কেমন চলতেছে রাস্তার কাজ সরেজমিনে গিয়ে দেখা আসলাম মাটির উপরে পিচ ডালাই দিতে দেখা যাচ্ছে।
তাই নন্দাখালী সাধারন জনগনের অনুরোধ আমাদের ইউপি সদস্য যারা রয়েছে বিষয়টি তাদের নজরে আনার জন্য অনুরোধ জানানো হল। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাছাড়া একটু উন্নয়নের ছোঁয়া লেগেছে আমাদের নন্দাখালীতে। এই রাস্তায়, মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর আওতাধীন এই রাস্তার সংস্কার করা হয়েছে। তাই বিনয়ীভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা এই রাস্তার কাজে অনৈতিক কাজ করবেন না। অনুরোধক্রমে নন্দা খালীর সাধারণ জনগণ।