প্রকাশিত: 15/10/2020
নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংকট ও সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় বলে জানিয়েছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বুধবার মস্কোয় এক বক্তব্যে সের্গেই ল্যাভরভ বলেন, কারাবাখ অঞ্চল পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের ভূমিকার ব্যাপারে আঙ্কারা যে নীতি-অবস্থান নিয়েছে তার সঙ্গে আমরা একমত নই।
তিনি আরো স্পষ্ট করে বলেন, সামরিক উপায়ে কারাবাখ সংকটের সমাধান করা যাবে এবং বিষয়টি বৈধ বলে তুরস্ক যে কথা বলছে তা মস্কো মেনে নিতে পারছে না। সামরিক উপায়ে নয় বরং রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে।