প্রকাশিত: 17/10/2020
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রাঙ্গুনিয়ার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে প্রথম দফার বস্ত্র বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়াস্থ উত্তর সাবেক রাঙ্গুনিয়া ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনে গত ১৬ অক্টোবর (শুক্রবার ) সকাল ১১ঘটিকার সময় অনুষ্ঠিত হয়৷
উক্ত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয়৷ ভুবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের কার্যকরি কমিটির সন্মানিত সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষক শ্রী দেবাশীষ সেন মহোদয়৷ সংগঠনের উপদেষ্টা শ্রী সমর সিকদার, শ্রী অসিম দে, শ্রী শ্রীকান্ত চৌধুরী ,শ্রীমতি রুবি দে, শ্রীমতি সোমা দাশ, কুমারী তুলিকা দে তুলি এবং আশ্রম মাতা শ্রদ্ধেয়া গীতা মা৷
সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত মহোদয় বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি অনাথ শিশুদের পাশে থাকার। তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় শারদ উপহার আজ বিতরণ করতে পেরে আনন্দিত৷
মঠের সাধারন সম্পাদক মাষ্টার শ্রী দেবাশীষ সেন মহোদয় রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে অনাথ শিশুদের পাশে থাকার জন্য অনুরোধ জানান৷
উল্লেখ্য যে এবারের দূর্গাপূজায় ২৬৫ জন অনাথ শিশুদের মাঝে বস্ত্র এবং ৫০ জন মায়ের মাঝে শাড়ী বিতরণ করা হবে ৷