রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ'র উদ্যেগে প্রথম দফার বস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ'র উদ্যেগে প্রথম দফার বস্ত্র বিতরণ

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রাঙ্গুনিয়ার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে প্রথম দফার বস্ত্র বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়াস্থ উত্তর সাবেক রাঙ্গুনিয়া ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনে গত ১৬ অক্টোবর (শুক্রবার ) সকাল ১১ঘটিকার সময় অনুষ্ঠিত হয়৷

উক্ত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয়৷ ভুবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের কার্যকরি কমিটির সন্মানিত সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষক শ্রী দেবাশীষ সেন মহোদয়৷ সংগঠনের উপদেষ্টা শ্রী সমর সিকদার, শ্রী অসিম দে, শ্রী শ্রীকান্ত চৌধুরী ,শ্রীমতি রুবি দে, শ্রীমতি সোমা দাশ, কুমারী তুলিকা দে তুলি এবং আশ্রম মাতা শ্রদ্ধেয়া গীতা মা৷

সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত মহোদয় বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি অনাথ শিশুদের পাশে থাকার। তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় শারদ উপহার আজ বিতরণ করতে পেরে আনন্দিত৷

মঠের সাধারন সম্পাদক মাষ্টার শ্রী দেবাশীষ সেন মহোদয় রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে অনাথ শিশুদের পাশে থাকার জন্য অনুরোধ জানান৷

উল্লেখ্য যে এবারের দূর্গাপূজায় ২৬৫ জন অনাথ শিশুদের মাঝে বস্ত্র এবং ৫০ জন মায়ের মাঝে শাড়ী বিতরণ করা হবে ৷

আরও পড়ুন

×