বিষে অঙ্গ জ্বলে 

প্রকাশিত: 17/10/2020

মিজানুর রহমান মিজান 

বিষে অঙ্গ জ্বলে 

বিষে অঙ্গ জ্বলে 

মিজানুর রহমান মিজান 

 

কষ্টের বুকে ভাসি জলে 

বারে বারে দাও গো টেলে 

আর যাব কই ছেড়ে দিলে।। 

তুমি বিনে নাহি আশ্রয় 

বিন্দু জলে পাথরও ক্ষয় 

অন্যত্রতো নেই যে অভয় 

সর্বত্র বিরাজ দেখি চক্ষু মেলে।। 

ধরার যথাতথা তোমারই একক রাজত্ব 

খেয়ে পরে দেখে শুনে সবই সত্য 

দুর্বল মারে, অসহায়ের নেই গুরুত্ব 

দেখে সহ্য করি দু’হাত তোলে।। 

লোভ হিংসা স্বার্থের ধান্ধায় 

অহরহ নির্মম মিথ্যা নির্যাতন চালায় 

বল তুমি ভাল করতে, তবু জলে হিংসায় 

নিন্দার কাটা অবিরত বিষে অঙ্গ জ্বলে।। 

তুমিতো সবারই মালিক 

নাম রেখেছ প্রচারে খালিক 

তবে কেন ঘুরাও দিক-বিদিক 

যতই হোক আশায় আছি আশ্রয় তলে।।

আরও পড়ুন

×