মাধ্যমিকে ৫ হাজার ৫০০ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হচ্ছে-শিক্ষামন্ত্রী

মাধ্যমিকে ৫ হাজার ৫০০ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হচ্ছে-শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার ৫০০ জন শিক্ষককে পদোন্নতি দেয়া হবে। আর এসব শিক্ষকদের পদোন্নতি দিতে তালিকা তৈরির কাজ শেষ করা হয়েছে।

বুধবার বাংলাদেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী একথা জানান।

প্রধান অতিথির ভাষণে মন্ত্রী আরও বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে ক্রমান্বয়ে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হবে। প্রথম ধাপে পদোন্নতি দেওয়া হবে ৫ হাজার ৫০০ শিক্ষককে।

তিনি বলেন, আগে স্কুল-কলেজে সিনিয়র শিক্ষকদের জন্য আলাদা কোনো পদ ছিল না, বর্তমান সরকার সিনিয়র পদ সৃষ্টি করেছে। তিনি বলেন, আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪৩০। বিশ্বের অনেক দেশ আছে তাদের দেশের জনসংখ্যা এরচেয়ে কম। শিক্ষার্থী এক কোটি পাঁচ লাখ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ১৫ হাজার ৫২৪ জন আর শিক্ষার্থী ৪০ লাখ ৮৫ হাজার ২৯১ জন। 

আরও পড়ুন

×