২৭ ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানে বই সরবরাহের পরামর্শ 

প্রকাশিত: 04/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

২৭ ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানে বই সরবরাহের পরামর্শ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ বই পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির দশম বৈঠকে এ সব বিষয়ে পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়।

কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সভা শেষে সাংবাদিকদের বলেন, করোনার মহামারির কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। তবে আমরা জানতে পেরেছি যে সরকার বিনামূল্যে বই বিতরণ-এর বইগুলো ছাপানোর কাজ যথাসময়ে সম্পন্ন হচ্ছে। সুতরাং কমিটি ২৭ ডিসেম্বরের মধ্যে সমস্ত স্কুলে বই প্রেরণের সুপারিশ করেছে।

২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়নের অগ্রগতির বিশদ তথ্যও সভায় উপস্থাপন করা হয়।

সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, শিরিন আক্তার, ফেরদৌসী ইসলাম, মোশারফ হোসেন ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।


 

আরও পড়ুন

×