এইচএসসি ও সমমানের ফল প্রকাশের আগে ভর্তি নয় : ইউজিসি

প্রকাশিত: 11/11/2020

অনলাইন ডেস্ক:

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের আগে ভর্তি নয় : ইউজিসি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

আজ বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। ইউজিসি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে নিয়মানুযায়ী, ২০২০ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

×