‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হলো রাজপথে’

প্রকাশিত: 28/02/2021

নিজস্ব প্রতিবেদন :

‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হলো রাজপথে’

স্থগিত সব পরীক্ষা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা, ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কীসের ভয়?, ‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হলো রাজপথে’, ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’।  

আজ শনিবার সকালের দিকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে পরীক্ষা গ্রহণের দাবিতে স্লোগান দিতে থাকে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘এ কেমন প্রহসন? হল বন্ধ থাকায় আমরা নিরাপত্তা ঝুঁকি নিয়ে মেস বাড়া নিয়ে থাকছি। সব কিছুই স্বাভাবিক, শুধু পরীক্ষাই কেনো স্থগিত। সাত কলেজের পরীক্ষা হলে আমাদের হবে না কেনো? দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে।’

আরও পড়ুন

×