করোনাকালীন সময়ে মাধ্যমিক স্কুলগুলোতে দুইটি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব

প্রকাশিত: 16/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

করোনাকালীন সময়ে মাধ্যমিক স্কুলগুলোতে দুইটি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব

মাধ্যমিকে ভর্তি পদ্ধতির দুইটি প্রস্তাবের কথা জানিয়েছে। এর একটি প্রস্তাব হচ্ছে প্রথম শ্রেণিতে লটারীর মাধ্যমে ছাত্র/ছাত্রী ভর্তি করা এবং অন্যটি হলো ৯ দিনে ৩৮টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা গ্রহণ করা। আর সিদ্ধান্তগুলো গ্রহণযোগ্য হলে তা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে।  

মাউশি'র উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক ভর্তি পরীক্ষার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

দেশে বিগত বছরগুলোতে ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা আবেদন করা হলেও  এবছর করোনার কারণে ভর্তি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা ও পরীক্ষার ফলাফলে শিক্ষাপঞ্জী অনুসরণ করা সম্ভব হয়নি।  
 

আরও পড়ুন

×