প্রকাশিত: 09/02/2021
সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে।