প্রকাশিত: 06/12/2020
সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবীণ শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পদোন্নতির খসড়া তালিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) প্রকাশ করেছে। ছয় হাজারেরও বেশি সহকারী শিক্ষককে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে পদোন্নতি দেওয়া হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, জাতির পিতার শতবর্ষে বিপুল পদোন্নতি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। এটি মুজিবর্ষের দুর্দান্ত অর্জন হবে বলে মনে করি। কমিটি ইতিমধ্যে যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে।
এ বিষয়ে পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসেন বলেন, জাতির পিতার একশত বছর পূর্তিতে পদোন্নতি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমরা কোনওভাবেই সময় নষ্ট করতে চাই না। ইতিমধ্যে, আমাদের বিশেষজ্ঞ কমিটি যাচাইকরণ এবং নির্বাচনের কাজ শুরু করেছেন।
এর আগে, ৩০ নভেম্বর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১ ডিসেম্বর তা ওয়েবসাইটে প্রকাশ হয়। তালিকা অনুযায়ী দেখা যায় যে, ৬ হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পান।