প্রকাশিত: 10/12/2020
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ১৫ ডিসেম্বর থেকে ঢাকার সরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন বিতরণ করতে চায়। এবার প্রথম থেকে নবম পর্যন্ত সকল শ্রেণিতে শিক্ষার্থীদের বাছাই করে লটারির মাধ্যমে ভর্তি করা হবে বলে জানিয়েছে।
৩০ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বাছাই করতে লটারি প্রস্তাব করা হয়েছে। মাউশি শিক্ষা মন্ত্রণালয়কে এ জাতীয় প্রস্তাব দিয়েছেন এবং লটারির কাজটি করতে চায় অনলাইনে সফ্টওয়্যার ব্যবহার করে।
মাউশি কর্মকর্তারা আরও জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সবাইকে সময় এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি অবহিত করা হবে। তারপর বেসরকারী স্কুলগুলোতে আবেদনপত্র বিতরণ ও লটারির কাজ করবে নিজস্ব পদ্ধতিতে, সেটিও জানিয়ে দেয়া হবে। পাশাপাশি ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পরামর্শ দেয়া হবে।