প্রকাশিত: 22/04/2021
আমার আমি কই
মিজানুর রহমান মিজান
চলছি সদায় বন্ধের দয়ায়
আমার আমি কই।।
আমিতো আমি নয় অন্যের উপর নির্ভয়
বাহাদুরি কোথা রয় অযথা শুধু হইচই।।
একদিনের রোগে পাইলে সর্বাঙ্গ অবশ হলে
পাই না মুক্তি কোনকালে, দয়ার দয়ায় শুধু রই।।
এ ভব সংসারে, অতল গভীরে
পড়িয়া আধাঁরে, পথহারা ভিন্নতা কই।।
হোক জয় বা পরাজয়, ভাবি না এ বিষয়
যখন যেথা ইচ্ছা হয়, তব নাম জপি কষ্ট হয় যতই।।