প্রকাশিত: 12/04/2021
কথা কি সত্য নয়
মিজানুর রহমান মিজান
আজ মরলে কাল দু’দিন হয়
মানুষ তোমার কিবা রয়।
অস্থায়িত্বের এ ভবে এসে দেখাও দেমাগ
ভাল কথায় ঝম্প মেরে দেখাও রাগ
কিন্তু অল্প রোগে ধরলে থাকে কাতরতার ভয়।।
হাবভাবে তো মস্ত গুণের বাহার
দয়ার গুণে চল কর আহার বিহার
তা ভুলে যাও, স্মরণ কি না হয়।।
সরলে গরল মিলিয়ে বল মন্দ কথা
শূন্য পুণ্য ভেদ ভুলে মিষ্টকে বানাও তিতা
চাপে পড়লে সোজা হতে হয়।।
কেহ গরম পদ পদবীতে , কেহ পেশী শক্তিতে
কেহ গরম কথায় আবার কেহ টাকাতে
সম্বলের অভাবে সকলই হিম হয়।।
অনেক সময় মহাবিপদেও কাটে না ঘোর
রাজার তেলে খুশবো ছড়াও অন্ত:পুর
সব হারাবে নিশ্চয় একদিন এ কথা কি সত্য নয়?