প্রকাশিত: 17/10/2020
কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় বুল্ডোজার দিয়ে দোকানপাটগুলো গুড়িয়ে দেয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। এসময় কউকের সচিব আবু জাফর রাশেদ, সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গিয়াস এবং যমুনা টিভির সাংবাদিক রাসেলসহ অন্তত ২০ জন আহত হয়।তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। অন্যান্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এবং পৌরসভা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ছিলেন-কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারি কমিশনার মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াসের নেতৃত্বাধীন টিম। তবে, অভিযানে গিয়ে ব্যবসায়ীদের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় প্রশাসনের যৌথ টিম। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের যৌথ টিম। পরে ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষের মাঝে কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান এসে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে আন্দোলনরত ব্যবসায়ীদের উত্তেজনা থামান।