প্রকাশিত: 19/10/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার গোদরোগ ব্যবস্থাপনা ও বিকলাঙ্গতা প্রতিরোধে জনসম্পৃক্ততা বিষয়ক সেমিনার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, লেপ্রা বাংলাদেশ এলিমিলেশন বায় লিম্ফ্যাটিক ফিলিয়ারিয়াস এসটিএইচ কন্ট্রোল এবং লিটিল ডক্টর প্রোগ্রাম, ডিজিএইচএস, এমওএইচএফডাবøু এর যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত জনসম্পৃক্ততা বিষয়ক সেমিনার কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।
এতে মেডিকেল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।
এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।