প্রকাশিত: 19/10/2020
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে অবরোধ কর্মসূচিকে ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৯ জন শ্রমিক ও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কে ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
আহত শ্রমিকরা হলেন-নাজমা খাতুন, খাদিজা বেগম, হাফিজা বেগম, সুমি রায়, শেফালী বালা, সুচিত্রা বিশ্বাস ও সাফিয়া। জানা যায়, সংঘর্ষ চলাকালে ২ রাউন্ড শর্টগান ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।
আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণ অবরোধ শুরু করে। কিন্তু পুলিশ ওই স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপে কয়েকজন শ্রমিক আহত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়।