তালেবানদের উপর বিমান হামলা, চুক্তি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: 20/10/2020

আন্তর্জাতিক ডেস্ক:

তালেবানদের উপর বিমান হামলা, চুক্তি লঙ্ঘনের অভিযোগ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত সপ্তাহে মার্কিন বাহিনী যে বিমান হামলা চালিয়েছে তাকে দোহা চুক্তির লঙ্ঘন বলে মানতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। ওই হামলাকে তালেবান কথিত শান্তি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

গত মঙ্গলবার তালেবান গেরিলারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলের জন্য অভিযান চালায়। ওই অভিযান প্রতিহত করতে তালেবানের ওপর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। তালেবান বলছে, বিমান হামলা চালিয়ে আমেরিকা দোহা চুক্তি লঙ্ঘন করেছে।

জবাবে মার্কিন বাহিনীর মুখপাত্র সনি লেগেট তালেবানের অভিযানের নিন্দা করে বলেন, পুরো বিশ্ব দেখেছে যে, হেলমান্দে তালেবানের অভিযানে বহু মানুষ আহত ও হাজার হাজার সাধারণ মানুষ উদ্বাস্তু হয়েছে। তিনি বলেন, আমেরিকা আগে থেকেই বলে আসছে আফগান বাহিনীকে রক্ষার জন্য তারা সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

তালেবানের ওপর মার্কিন বিমান হামলার আগে আফগান সরকারি সেনারা গেরিলাদের বিরুদ্ধে হামলা চালায়। এতে বহু তালেবান নিহত ও স্থানীয় নেতা মাওলাভি গফুর আটক হন।

আরও পড়ুন

×