প্রকাশিত: 10/10/2019
এ বছররে নোবলে পুরস্কার ঘোষণা শুরু হয়ছেে সোমবার থকে। ইতোমধ্যে ঘোষণা করা হয়ছেে চকিৎিসাবদ্যিা, পর্দাথবদ্যিা ও রসায়নবদ্যিায় নোবলে প্রাপ্তদরে নাম।
বৃহস্পতবিার (১০ অক্টোবর) বাংলাদশে সময় বকিলে পাঁচটায় দ্য রয়াল সুইডশি একাডমেি থকেে সাহত্যিে নোবলে প্রাপ্তদরে নাম ঘোষণা করা হয়। এবছর বছররে সাহত্যিে নোবলে পয়েছেনে অস্ট্রয়িান লখেক পটিার হ্যান্ডক।
এ ছাড়া ২০১৮ সালরে স্থগতি থাকা নোবলে সাহত্যি পুরস্কার পলেনে পোলশি লখেক ওলগা টোকারজুক। উভয় বজিয়ী পুরস্কাররে র্অথমূল্য হসিবেে ৮০ লাখ করে ক্রোনার পাবনে। উল্লখ্যে,
যৌন নপিীড়ন ও হয়রানরি অভযিোগে সমালোচনার মুখে পড়ে সুইডশি একাডমেি গত বছররে ৪ মে ঘোষণা দয়ে, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালরে দুটি পুরস্কার একসঙ্গে দয়ো হব।
১৯০১ সালে নোবলে পুরস্কার চালুর পর থকেে এ পুরস্কার ঘরিে এটাই সবচয়েে বড় কলেঙ্কোর। নোবলে কমটিরি ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১১ অক্টোবর) নরওয়রে রাজধানী অসলো থকেে শান্ততিে এবং র্সবশষে সোমবার (১৪ অক্টোবর) র্অথনীততিে নোবলে পুরস্কার বজিয়ীদরে নাম ঘোষণা করা হব।