জামিনে ছাড়া পেয়েই ধর্ষণের শিকার শিশুর বাড়িতে হামলা

প্রকাশিত: 21/10/2020

নিউজ ডেস্ক:

জামিনে ছাড়া পেয়েই ধর্ষণের শিকার শিশুর বাড়িতে হামলা

জামিনে ছাড়া পেয়েই পাবনার ঈশ্বররদী উপজেলায় ধর্ষণের শিকার শিশুর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে ধর্ষক জাহিদ হাসানের বিরুদ্ধে।

এ ছাড়া আদালতে হাজিরা দিতে যাওয়ায় ওই শিশুর মা-বাবাকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার পাবনার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মঙ্গলবার সাধারণ ডায়েরি করেন আহত রহিমা বেগম।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা-বাবা ঈশ্বরদীতে এসে সাংবাদিকদের এ অভিযোগ করেন।

এর আগে জাহিদ হাসান আরেক দফা হামলা চালিয়ে ওই শিশুর মায়ের হাত ভেঙে দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা-মায়ের অভিযোগ, গত ২৭ মার্চ উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে একটি বিয়েবাড়িতে শিশুটি নতুন বউ দেখতে যায়।

রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে জাহিদ ও তার বন্ধু মিলে তুলে নিয়ে শেখপাড়ার একটি পুকুর পাড়ে ধর্ষণ করে। মেয়েটি জ্ঞান হারালে তাকে ফেলে পালিয়ে যায় জাহিদ ও তার বন্ধু।

ভোরে ওই পুকুরপাড় থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেফতার করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দীন বলেন, শিশুটির বাড়িতে হামলার অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×