রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ'র উদ্যেগে মায়েদের মাঝে দূর্গা পূজার উপহার বিতরণ

প্রকাশিত: 21/10/2020

শ্রীকান্ত চৌধুরী

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ'র উদ্যেগে মায়েদের মাঝে দূর্গা পূজার উপহার বিতরণ

সনাতন ধর্মের সবচেয়ে উৎসব মুখর পূজা হচ্ছে শ্রী শ্রী দূর্গা পূজা ৷নতুন সাজে সবাই আনন্দে আত্মহারা হয়ে থাকে ৷দারিদ্রতা নামক কষাঘাতে সকলের নতুন পোশাকে পূজার আনন্দ উপভোগ করা হয় না৷

তাই বলে পূজার আনন্দ থেকে বঞ্চিত হবে এমন কোন কথা নেই ৷ সমাজের দানশীল ব্যাক্তিবর্গ এবং  মানবতাবাদি সংগঠন গুলো এগিয়ে আসে নতুন পোশাকে সবাইকে পূজার আনন্দ উপভোগ করতে সহযোগীতা করে ৷

তারই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর রোজ মঙ্গলবার রাউজান মা আনন্দময়ী গীতা বিদ্যাপীঠে রাঙ্গুনিয়া উপজেলার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ কতৃক মায়েদের মাঝে শারদ উপহার বিতরণ করেন ৷

উপহার বিতরন কালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত ৷সংগঠনের উপদেষ্টা শ্রীমতি সোমা দাশ সহ এলাকার মান্য গন্য ব্যাক্তিবর্গ ৷

আরও পড়ুন

×