প্রকাশিত: 23/10/2020
ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণ সংগীতশিল্পী জনি দে’র পরিবারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের আবেদনের প্রেক্ষিতে এ অনুদান বরাদ্দ দেয়া হয়েছে ।
সাংসদ কানিজ ফতেমা আহমেদ জানান, নিহত প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী জনি দে এর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করেছিলেন। ইতিমধ্যে তিনি বরাদ্দকৃত ৫ লাখ টাকার অনুদানের চেকও গ্রহণ করেছেন।
গত ৮ অক্টোবর দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপে প্রাণ হারিয়েছেন কক্সবাজার রামুর ঈদগড়ের তরুণ শিল্পী জনি দে (১৮)। জনি ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে থেকে এবারে এইস এস সি পরীক্ষার্থী ছিল । ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন জনি। শিল্পী হিসেবে সে বেশ জনপ্রিয় ছিলেন।
নিহত জনির পরিবার কে ৫ লাখ আর্থিক অনুদান দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ কানিজ ফাতেমা আহমদকে ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি সাংবাদিক কামাল শিশির এবং সাধারণ সম্পাদক এম.এইচ আরমান ঈদগড়বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।