মহেশখালীর মাতারবাড়ীতে মসজিদ-কবরস্থান উচ্ছেদ আতংকে এলাকাবাসী ।

প্রকাশিত: 23/10/2020

দিদারুল আলম জিসান

মহেশখালীর মাতারবাড়ীতে মসজিদ-কবরস্থান উচ্ছেদ আতংকে এলাকাবাসী ।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে দক্ষিণ সাইরারডেইল গ্রামের পূর্ব পাশে বাইতুল মোকাররম জামে মসজিদ ও কবর স্থানটি কয়লা বিদ্যুৎ প্রকল্পের অধিকগ্রহণে পড়ায় প্রায় ৩১ বছরের পুরানো মসজিদ ও কবর স্থানটি উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছে স্থানিয় শত শত মুসল্লিরা।

তবে কোল পাওয়ার কর্তৃপক্ষ বলছে মসজিদটি দৃশ্য নান্দনিক ভাবে নির্মিত হবে। এতে স্থানিয় বাসিন্দারা ও প্রকল্পের কর্মকর্তা কর্মচারিরা ও নামাজ আদায় করতে সুবিধা হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,মাতারবাড়ী  মধ্যম সাইরার ডেইল গ্রামের মৃত ফয়জুল করিমের বয়স বৃদ্ধা  স্ত্রী নাজমা বেগম মসজিদ ও কবর স্থান উচ্ছেদ হয়ে যাওয়ার খবর স্থানে মৃত ছেলের কবরে পাশে গিয়ে চেয়ে পাহারা দিয়ে আনমনে দিন কাটাচ্ছে। তিনিসহ স্থানিয়রা বলেন, মসজিদ ও কবর স্থানটি যেন উচ্ছেদ না হয়। মসজিদটি থাকলে এলাকার  লোকজন ও প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা নামাজ আদায় করতে পারবে। তারা মসজিদ ও কবর স্থান রক্ষা মাতারবাড়ীবাবাসীর প্রাণের দাবী বলে ও জানান।

উক্ত মসজিদের খতিব মসজিদ কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আমরা চাই মসজিদ যে স্থানে রয়েছে সে স্থানে থাকুক। অপরদিকে স্থানিয় স্থানিয় ইউপি সদস্য হামেদ হোছাইন জানান, বাপদাদার জমি আমরা দিয়ে দিয়েছি কিন্তু মসজিদটা যেন উচ্ছেদ না করে। অপরদিকে মাতারবাড়ীর কোল পাওয়ার লিমিটেডের সাইড ইনর্চাজ মনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, মসজিদের বিষয়টা দেখতে সরেজমিনে রবিবার কোল পাওয়ার লিমিটেডের কর্মকর্তারা সরেজমিনে পরির্দশন করেছেন। তিনি আরোও বলেন, বর্তমান মসজিদটি থাকবে কিন্তু বর্তমান থাকা ঐ স্থানের একটু সামনে। দৃশ্য নান্দনিক ভাবে মসজিদ নিমার্ণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×