ভারতের দিল্লিতে নিযুক্ত হাই কমিশানের নের্তৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন

ভারতের দিল্লিতে নিযুক্ত হাই কমিশানের নের্তৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশিনহাই-কমিশনার মোহাম্মাদ ইমরানের নের্তত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ শুক্রবার (২৩শে অক্টোবর) দুপুরে  তিনি বেনাপোল স্থলবন্দর এলাকায় এলে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি বেনাপোল কাস্টমস হাউস,বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে,কাস্টমস,বন্দর,সি এন্ড এফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে। এর আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।

পরে বিকালে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনে  আমদানি-রপ্তানিকারক ও সি এন্ড এফ এজেন্টদের সাথে মতবিনিময় সভায় বন্দরের আমদানি-রপ্তানিকারকরা হাই-কমিশনারের কাছে  বনগাঁ কালিতলা পাকিং এর আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান,বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার,বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমান প্রমুখ।

আরও পড়ুন

×